অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম’ (উই)-এর নবম মাস্টারক্লাস। শনিবার সকালে অনুষ্ঠিত এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিলো ‘ ই-কমার্সে গ্রাহক বৃদ্ধি এবং তা ধরে রাখার উপায়’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এ সময় তিনি বলেন, বিশ্বাসযোগ্যতা তৈরি করা যে কোন অনলাইন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ। পণ্যের মান এবং সার্ভিস সঠিক সময়ে দেয়ার ফলে ব্যবসায় সফলতা আনে। পাশাপাশি নতুন স্টার্টআপদের জন্য ফান্ড দেয়া খুবই দরকার। আমি মনে করি আইসিটি বিভাগ সব সময় নতুন স্টার্টআপদের পাশে থাকে।
অনলাইন ব্যবসায় নিজের অংশগ্রহণ নিয়ে বিটিআরসির চেয়ারম্যান মজা করেই বলেন, সবার সাফল্যে দেখে আমার মনে হয় সুযোগ থাকলে আমিও এ ব্যবসায় নেমে যেতাম। তবে আমার ছেলের বউ আস্তে আস্তে এ সেক্টরে প্রবেশ করছে। তার অংশগ্রহণের মধ্যে দিয়েই আমারও এখানে অংশগ্রহণ থাকবে।
আন্তর্জাতিক বক্তার পাশাপাশি সেশনটির মূল আলোচনা করেন থটস এর চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম।
এ সময় উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উই এর অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ।
আয়োজনটির পার্টনার ছিল আইসিটি ডিভিশন ও এলআইসিটি।