করোনাকালীন সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। এসময় তরুণরা খাবারের চেয়ে ইন্টারনেট মূল্যবান হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই করোনাকালীন সময়ে আমাদের যে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে , বিশেষ করে তরুণরা যেভাবে যে অবস্থাতে এই ইন্টারনেট তার খাবার-দাবারের চাইতে মূল্যবান হিসেবে ব্যবহার করছে সেটি চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল। এই সময়ে নেটওয়ার্ক মেইনটেইন চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল।’
‘আমি ধন্যবাদ দেই, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একেবারেই প্রথমদিন থেকেই আমাদের টেলিকম ডাকবিভাগ এগুলোকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করার ফলে আমরা সেবা দিয়ে যেতে পেরেছি। যদিও নেটওয়ার্ক সম্প্রসারণের কাজটি ওইসময়ে হয়ে ওঠেনি।’, যোগ করেন তিনি।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’র ডেটা সেন্টারে হ্যাকারদের হামলা প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্য ভাবি নাই যে একটি কুইজ করছি, এই কুইজের উপরে ডিজিটাল অ্যাটাক হবে, নিরাপত্তা নিয়ে আমাদের সংশয়ে থাকতে হবে, এটি ধারণার বাইরে ছিল।’
কুইজকে বাধাগ্রস্ত করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সময়ে বঙ্গবন্ধুকে জানার জন্য তরুণ-তরুণীদের আগ্রহের স্পষ্ট চিত্র উঠে এসেছে এই কুইজের মাধ্যমে এমনটি উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা যখন এই যাত্রাটি (বঙ্গবন্ধু কুইজ) শুরু করি তখন কিন্তু আমরা এই অবস্থাটি জানতাম না। কুইজে পুরস্কারের বিষয় আছে তাই হয়তো লোকজন অংশ নিতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কুইজ থেকে যেসব তথ্য এসেছে এটি স্পষ্ট হয়েছে যে, একটি মোবাইলফোন বা একটি ল্যাপটপের জন্য এই কুইজে এত বিপুল পরিমাণ মানুষ আকৃষ্ট হতে পারে না।’
‘আমাদের একসময় মনে হয়েছিল, বঙ্গবন্ধু যখন নিষিদ্ধ ছিলেন, তখন বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়া সম্ভব হবে। আমরা এবার নিশ্চিত করে বলতে পারি, যাই কিছু হোক না কেন, কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার অবস্থা কারো নেই’, যোগ করেন তিনি।
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহণকারীদের ৮০ ভাগের বয়স ২৫-এর নিচে, যা জাতির জন্য আশাব্যঞ্জক বিষয় এবং বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এটি বড় অর্জন বলেও মনে করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এই আয়োজনের সুফল দৃশ্যমান হয়েছে। শুধু কুইজের জন্য নয়, নিজের জীবনের জন্য এই মহামানবকে অনুশীলন করা দরকার।