চলতি বছরে স্যামসাং তাদের ফোন বিক্রির পরিমান ৩০ কোটির মাইলফলক অর্জন করতে পারেনি, গত নয় বছরের মধ্যে এটিই প্রথম। ধারণা করা হচ্ছে চলতি বছরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ২৭ কোটি ফোন বিক্রি করতে পারে।
২০২০ সালের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ১৮ কোটি ৯০ লাখ ফোন বাজারজাত করেছে, যা চলমান করোনাভাইরাসের মহামারির সময়ে খারাপ নয়।
কোম্পানিটি এখনও ২০২১ সালে ৩০ কোটি ৭০ লাখের মাইলফলক অর্জনের লক্ষ্যমাত্রাতে স্থির রয়েছে। এজন্য তারা সব ক্যাটাগরির ফোনে নজর রাখছে।
লক্ষ্যমাত্রার মধ্যে ২৮ কোটি ৭০ লাখ হবে স্মার্টফোন, আর বাকিগুলো ফিচার ফোন। আর স্মার্টফোনের মধ্যে প্রায় ৫ কোটি থাকবে ফ্ল্যাগশিপ মডেল।
ডিবিটেক/বিএমটি