চালুর প্রায় আট বছর পর এনক্রিপটেড টেলিগ্রাম অ্যাপের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছেছে। এই মুহুতে টেলিগ্রাম একটি বিষয় অনুধাবন করেছে যে, হয় প্লাটফর্মটিকে আয়ের উৎস বানাতে হবে অথবা বিক্রি করে দিতে হবে।
নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে কোম্পানির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বলেন, আমরা আমাদের স্টার্টআপটিকে ফেসবুকের মতো কোম্পানির কাছে বিক্রি হতে দেখতে চাই না, তবে ২০২১ সালের শুরু থেকে প্লাটফর্মটির ব্যয় মেটাতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে।
তবে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ, আপনি যদি আপনার বন্ধু ও প্রিয়জনদের মেসেজ করেন সেক্ষেত্রে আপনাদের আলোচনার মধ্যে কোনো বিজ্ঞাপন দেখাবে না। এছাড়া বর্তমানে যেসকল ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে তার সবই তখনও একইভাবে উপভোগ করা যাবে।
কনভারসেশনের পরিবর্তে টেলিগ্রাম চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হবে। এ বিষয়ে দুরভ আরও বলেন, আমরা মনে করি প্রাইভেট ওয়ান-টু-ওয়ান চ্যাট কিংবা গ্রুপ চ্যাটে বিজ্ঞাপন দেখানো খুবই খারাপ পরিকল্পনা। মানুষের একে অপরের মধ্যে যোগাযোগ যেকোনো উপায়ে বিজ্ঞাপনমুক্ত থাকা উচিত।
ডিবিটেক/বিএমটি