শোনা যাচ্ছে, এইচএমডি গ্লোবাল নোকিয়ার আরও দুই ক্ল্যাসিক মডেল পুনরায় বাজারে আনার পরিকল্পনা করছে; ঠিক যেমনটি করা হয়েছে ৩৩১০ ও ৮১১০ এর ক্ষেত্রে। খবর জিএমএম এরিনা।
নোকিয়া ৬৩০০ দুই মডেলের মধ্যে একটি। দেখতে ক্ল্যাসিক এবং স্টেইনলেস স্টিল বডির কারণে বাজারে বিদ্যমান থাকার সময়ে বেশ জনপ্রিয় ছিলো ফোনটি। এটি ছিলো মধ্যমমানের একটি ফোন।
অন্য ফোনটি বিশেষ কোনো মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হবে না, তবে নোকিয়া ৮০০০ সিরিজকে সামনে রেখে সেটি তৈরি করা হবে। থাকবে স্লাইড আউট কিপ্যাড কাভার ও কারুনৈপুণ্যতা।
উভয় মডেলেই ফোরজি এলটিই সংযোগ থাকবে। এগুলো বেসিক ফোনের থেকে অধিক স্মার্ট হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফোন দুটির ঘোষণা আসতে পারে।
ডিবিটেক/বিএমটি