চলমান মহামারিকালীন কয়েক কোটি গ্রাহক অর্জন করা ভিডিও কলিং কোম্পানি জুম অবশেষে বিনামূল্যের অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ভিডিও কল সেবা চালু করেছে। খবর টেকক্রাঞ্চ।
কিছুদিন আগে জুম তাদের পেইড গ্রাহকদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে। এরপরেই কোম্পানিটি সমালোচনার শিকার হয়। মূলত তারা এই ফিচারের মাধ্যমে পেইড ও ফ্রি গ্রাহকদের মধ্যে একটি বিভেদ তৈরি করেছে বলে মন্তব্য করা হয়।
পেইড গ্রাহকদের আলোচনা জুম কর্তৃক অ্যাক্সেস না থাকলেও ফ্রি গ্রাহকদের আলাপচারিতা ‘প্রাইভেট’ ছিলো না। অবশেষে গত সপ্তাহে জুমের পক্ষ থেকে ফ্রি গ্রাহকদের জন্য সেবাটি আনার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়।
ডেস্কটপ ও মোবাইল অ্যাপে জুম ৫.৪.০ সংস্করণ থেকে এই ফিচারটি চালু করা হচ্ছে। এর আগে গত মে মাসে জুম কলে এনক্রিপশন প্রযুক্তি আনার জন্য কিবেজ অধিগ্রহণ করেছিলো কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি