সংযুক্ত আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট একাধিক টুইটের মাধ্যমে চাঁদে দেশটির তৈরি ল্যান্ডার অবতরণ করানোর ইচ্ছা পোষণ করেছেন। দুবাইয়ের এই শাষক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছে, ২০২৪ সালে চাঁদে অবতরণের জন্য ল্যান্ডার পাঠানো হবে। খবর এনগ্যাজেট।
আর যদি মিশনটি সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর সংযুক্ত আরব আমিরাত হবে চতুর্থ রাষ্ট্র যেটি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশির কাছে পৌঁছাতে পেরেছে। যদিও ভারত, ইজরায়েলসহ বেশ কয়েকটি দেশ একই মিশন চালিয়ে ব্যার্থ হয়েছে।
আল মাকতুম বলেন, দেশের মাটিতেই ও আমিরাতের প্রকৌশলীদের মাধ্যমে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে নতুন কারিগরি সক্ষমতা তৈরি হবে এবং বৈজ্ঞানক গবেষণা উন্নত হবে। তবে যদি কোনো ডেটা উদঘাটন হয় তাহলে সেটি বিশ্বব্যাপী সকল গবেষণা কেন্দ্রের সাথে শেয়ার করা হবে।
ডিবিটেক/বিএমটি