অধিক পরিমান কনটেন্ট দেখার সুবিধা দিতে প্লেক্সে বিভিন্ন ধরণের ফ্রি স্ট্রিমিং অপশন রয়েছে। এমনকি কয়েক মাসের জন্য বিনামূল্যে লাইভ টিভি দেখার সুযোগও রয়েছে। খবর এনগ্যাজেট।
আপনি যদি টেলিভিশনে অ্যান্টেনা বা অন্য কোনো ক্যাবল টিভি সংযোগ রাখতে না চান তাহলে তাহলে আপনার জন্য এটি একটি সুযোগ, বিনামূল্যের লাইভ টিভি চ্যানেল।
নতুন যুক্ত হওয়া ৮০টির অধিক টেলিভিশনগুলোর মধ্যে রয়েছে ফুবো স্পোর্টস, রয়টার্স, চুন গুগলস, মাভ টিভি, দ্য বব রস চ্যানেল।
ডিবিটেক/বিএমটি