গত নভেম্বরে আইওএস গ্রাহকদের জন্য কল ওয়েটিং সেবা চালু করে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও কল ওয়েটিং ফিচারটি চালু করেছে জনপ্রিয় মেসেজিং সেবাটি। খবর এনডিটিভি।
নতুন এই ফিচারের ফলে একটি কল করার সময় অন্য কল এল গ্রাহককে কল ওয়েটিং দেখাবে। থাকছে আগের কল শেষ করে পরে কল রিসিভ করার ব্যবস্থা।
তবে মোবাইল কলের মতো কল হোল্ড বা কনফারেন্স কল করার ব্যবস্থা থাকছে না। বেটা ও স্টেবল উভয় আপডেটে এই নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
নতুন আপডেটে গ্রুপ প্রাইভেসি এবং ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন উন্নত করা হয়েছে। আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে আপডেটটি ডাউনলোড করতে পারবেন। তবে স্বাভাবিকভাবে ফিচারগুলো ধারাবাহিকভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবে।
ডিবিটেক/বিএমটি