গুগল আর্থ তার পণ্যে বড় ধরণের পরিবর্তন আনছে। এতে যুক্ত হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন টুলস, যার মাধ্যমে যে কেউ এই প্লাটফর্মে ম্যাপস ও স্টোরিজ তৈরি করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
ফিচারটি ২০১৭ সালে চালু হওয়া ভয়েজার প্রোগ্রামের বর্ধিত ফিচার। ভয়েজার প্রোগ্রাম তখন মূলত টপ স্টোরিটেলার, বিজ্ঞানী এবং অলাভজনক সংস্থা যেমন বিবিসি আর্থ, জেন গুডঅল, সিসেম স্ট্রিম এবং নাসার জন্য উন্মোচিত হয়।
আর তাদের মাধ্যমে টেক্সট ও ছবিতে বিশ্বকে সবার সামনে তুলে ধরা হয়। এর মধ্যে ছিলো স্ট্রিট ভিউ, ৩৬০ ডিগ্রি ভিডিও ইত্যাদি।
নতুন আপডেটের ফলে এখন সাধারণ ব্যবহারকারীরা ঐসব কনটেন্ট তৈরি করতে পারবেন বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি