এখন থেকে সহজেই আবহাওয়া, নতুন সিনেমা কিংবা সাম্প্রতিক খবর সহজেই জানতে পারবেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। আজকের দিনে ইতিহাসে কী ঘটেছিলো এমন বিষয়গুলোও জানা যাবে। আর এজন্য ব্রাউজারে গিয়ে সার্চ করার প্রয়োজন নেই। খবর এনগ্যাজেট।
অপারেটিং সিস্টেমটি নিচের টুলবারে সার্চ হোমে নতুন ট্যাব যুক্ত করেছে। সেখানে ওয়েদার, নিউজ, টুডে ইন হিস্টোরি, এবং মুভি বাটন রয়েছে। সেখানে ক্লিক করেই সার্চ ছাড়াই এ সম্পর্কিত তথ্য দেখা যাবে। সার্চ করা যাবে।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রসহ প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীরা ফিচারটি পেয়েছেন। শিগগিরই সকল ব্যবহারকারীরা ফিচারটি পাবেন।
ডিবিটেক/বিএমটি