মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার পর টুইটার (বর্তমানে এক্স) থেকে নিষিদ্ধ হন। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেন। তবে ২০২২ সালে একটি ফেডারেল আদালত সেই মামলা খারিজ করে দেয়। তবুও ট্রাম্পের আইনজীবীরা আপিল চালিয়ে যান।
এরই মধ্যে ইলন মাস্ক টুইটার কিনে নেন এবং ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করেন। পরে ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মও ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ট্রাম্প এখনো তার সামাজিক যোগাযোগ কার্যক্রম মূলত নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ আদালতে একটি নথি দাখিল করা হয়েছে, যেখানে ট্রাম্প ও এক্স উভয় পক্ষ মামলাটি খারিজ করতে সম্মত হয়েছে। তবে তাদের মধ্যে কোনো বিশেষ সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে, চলতি বছরের জানুয়ারিতে মেটা ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষেধাজ্ঞা সংক্রান্ত আরেকটি মামলার নিষ্পত্তি করতে ২.৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
ডিবিটেক/বিএমটি