দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় নিরাপত্তা উদ্বেগের কারণে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিপসিক ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার এআই পরিষেবাগুলোর ব্যবহার নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স।
সরকারি নির্দেশনার পর কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ারসহ কয়েকটি সংস্থা ডিপসিকসহ অন্যান্য এআই পরিষেবার ব্যবহার বন্ধ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে ডিপসিক ব্লক করেছে, আর পররাষ্ট্র মন্ত্রণালয় বাইরের নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারে এআই পরিষেবার সীমিত প্রবেশাধিকার দিয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়া ও তাইওয়ানও সরকারি ডিভাইসে ডিপসিক নিষিদ্ধ করেছে, আর ইতালির তথ্য সুরক্ষা সংস্থা গত জানুয়ারিতে এর চ্যাটবট বন্ধের নির্দেশ দেয়। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ভারতও ডিপসিক ব্যবহারের ঝুঁকি মূল্যায়ন করছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এআই ব্যবহারে সতর্ক হচ্ছে। কাকাও কর্পোরেশন তাদের কর্মীদের ডিপসিক ব্যবহারে সতর্ক থাকতে বলেছে, আর এনএভার কর্মীদের কোম্পানির বাইরে ডেটা সংরক্ষণকারী এআই ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে। স্কাই হাইনিক্সও সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে।
ডিপসিক দাবি করছে, তাদের নতুন এআই মডেল যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সমকক্ষ বা উন্নত এবং তুলনামূলক কম খরচে তৈরি। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সংস্থা এটির ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছে।
ডিবিটেক/বিএমটি