বিশ্বজুড়ে টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া খাবি লেইম জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৪ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জন্ম আফ্রিকার দেশ সেনেগালে।
বিশ্বব্যাপী খাবির জনপ্রিয়তা আকাশচুম্বী। টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৬ কোটি ২০ লাখেরও বেশি। মুখে কোনো কথা না বলে শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে তিনি নানা সামাজিক বাস্তবতা ও সাধারণ জীবনের জটিলতা হাস্যরসাত্মকভাবে তুলে ধরেন, যা কোটি কোটি মানুষের মন জয় করেছে।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর, শুক্রবার (৩১ জানুয়ারি) খাবি প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য রাখেন। নিজ দেশের তরুণদের উদ্দেশে দেওয়া এই ভাষণে তিনি জানান, নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করবেন এবং তার সামর্থ্য অনুযায়ী সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
খাবি লেইম প্রথমে কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে করোনা মহামারির সময় চাকরি হারানোর পর অবসর সময়ে একের পর এক ভিডিও তৈরি করে শীঘ্রই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এবার সেই জনপ্রিয়তাকে মানবতার সেবায় কাজে লাগানোর অঙ্গীকার করেছেন তিনি।
ডিবিটেক/বিএমটি