চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা বুধবার তাদের নতুন কুয়েন ২.৫-ম্যাক্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী ডিপসিক-ভি৩-সহ শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর চেয়ে উন্নত। চন্দ্র নববর্ষের প্রথম দিনে এই ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, ডিপসিকের উত্থান শুধু আন্তর্জাতিক প্রযুক্তি বাজারেই নয়, বরং চীনের অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও ব্যাপক চাপ সৃষ্টি করেছে। খবর রয়টার্স।
আলিবাবার ক্লাউড ইউনিট জানিয়েছে, কুয়েন ২.৫-ম্যাক্স প্রায় সবক্ষেত্রে জিপিটি-৪ও, ডিপসিক-ভি৩ ও লামা-৩.১-৪০৫বি-এর চেয়ে এগিয়ে। উল্লেখ্য, জানুয়ারির ১০ তারিখে ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট উন্মোচিত হওয়ার পর থেকেই বিশ্ব প্রযুক্তি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে এবং প্রযুক্তি শেয়ার বাজারে বড় ধস নামিয়েছে।
ডিপসিকের উত্থানকে টেক্কা দিতে চীনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়েছে। জানুয়ারির ২২ তারিখে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের নিজস্ব উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রকাশ করেছে, যা ওপেনএআই-এর ও১ মডেলের চেয়েও কার্যকর বলে দাবি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে প্রতিনিয়ত নতুন মডেল উন্মোচন করছে, যা ভবিষ্যতে প্রযুক্তি বাজারকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
ডিবিটেক/বিএমটি