টিকটক পুনরায় চালু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন যে, অ্যাপে এখন আগের মতো স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তার উদ্বেগে বাইডেন প্রশাসন টিকটক নিষিদ্ধ করার পর ট্রাম্পের নির্বাহী আদেশে এটি পুনরায় চালু হয়। খবর রয়টার্স।
ব্যবহারকারীরা বলছেন, টিকটকে লাইভস্ট্রিম কমে গেছে এবং অনেক পোস্ট বা মন্তব্য সম্প্রদায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সরিয়ে ফেলা হচ্ছে, যা আগে অনুমোদিত ছিল। বিশেষত “ফ্রি প্যালেস্টাইন” এবং “ফ্রি লুইজি” জাতীয় মন্তব্য সরানোর অভিযোগ উঠেছে।
টিকটকের দাবি, তাদের নীতিমালা ও অ্যালগরিদম পরিবর্তন হয়নি। তারা জানান, “আমরা যুক্তরাষ্ট্রে সেবা পুনরায় স্বাভাবিক করতে কাজ করছি। সাময়িকভাবে কিছু অস্থিরতা দেখা দিতে পারে।”
এদিকে সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সামাজিক মাধ্যমের সেন্সরশিপ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
টিকটক ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতা প্যাট লোলার জানান, এলন মাস্কের একটি ইঙ্গিত নিয়ে তার তৈরি করা ব্যঙ্গাত্মক ভিডিও মিথ্যা তথ্য হিসেবে চিহ্নিত হয় এবং তা শেয়ারিং সীমিত করে দেওয়া হয়।
অন্যদিকে, এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ট্রাম্প সমালোচনামূলক একটি ভিডিও পোস্ট করতেও সমস্যা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি