ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ৩ বিলিয়ন ডলারের ঋণ বিক্রির প্রস্তুতি নিচ্ছে ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো। সূত্রের বরাত দিয়ে জানা যায়, মর্গান স্ট্যানলিসহ অন্যান্য ব্যাংক আগামী সপ্তাহে এই ঋণ বিক্রির পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলো এই ঋণ বিক্রিতে প্রতিটি ডলারে ৯০ থেকে ৯৫ সেন্টের মতো প্রত্যাশা করছে। তবে, ইলন মাস্ক এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন এবং এক্সে এক পোস্টে দাবি করেছেন, “জার্নাল মিথ্যা বলছে।”
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার অধিগ্রহণের সময় মর্গান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা এবং বারক্লেসসহ অন্যান্য ব্যাংক মাস্ককে ঋণ প্রদান করে। সাধারণত এমন ঋণ চুক্তির পরপরই বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়। কিন্তু এক্সের ক্ষেত্রে ব্যাংকগুলো ঋণ বিক্রিতে সমস্যায় পড়েছে।
মাস্কের নেতৃত্বে এক্সে বড় ধরনের পরিবর্তন আনা হয়, যেমন কনটেন্ট মডারেশন টিম ছাঁটাই, যা বিজ্ঞাপনদাতাদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে। এতে রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি ঋণের মানও হ্রাস পেয়েছে।
২০২২ সালের শেষ দিকে ঋণ বিক্রির চেষ্টা করলে ব্যাংকগুলো ২০% পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানা যায়। তবে মাস্কের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং বিজ্ঞাপনদাতাদের ফিরে আসার সম্ভাবনা ব্যাংকগুলোকে এই ঋণ বিক্রিতে কিছুটা স্বস্তি দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি