মেটা প্ল্যাটফর্মস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে যুক্তরাষ্ট্র ও জাপানের কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপন পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য হোম ফিডে কন্টেন্টের মাঝে ইমেজ বিজ্ঞাপন প্রদর্শিত হবে। মেটা জানিয়েছে, সফল পরীক্ষা শেষে বিজ্ঞাপন কার্যক্রম আরও বড় আকারে চালু করার পরিকল্পনা রয়েছে। খবর রয়টার্স।
কোম্পানিটি একটি ইনভেন্টরি ফিল্টারও পরীক্ষা করবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের পাশে প্রদর্শিত কন্টেন্টের সংবেদনশীলতা নিয়ন্ত্রণের সুযোগ দেবে।
থ্রেডস ২০২৩ সালের জুলাই মাসে টুইটারের বিকল্প হিসেবে চালু হয় এবং ইতোমধ্যে মাসে ৩০০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী অর্জন করেছে। তবে মেটার সিএফও সুসান লি জানিয়েছেন, থ্রেডস থেকে ২০২৫ সালের আয়ে উল্লেখযোগ্য ভূমিকা আশা করা হচ্ছে না।
সাম্প্রতিক সময়ে ইউরোপীয় কমিশন বিভ্রান্তিমূলক তথ্য রোধে মেটাসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর চাপ বৃদ্ধি করেছে। এর মধ্যেই মেটা যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বাতিল করেছে।
মেটা চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এটি ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় কোম্পানিকে এগিয়ে রাখবে।
ডিবিটেক/বিএমটি