ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের কুইবেকের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে প্রায় ১,৭০০ পূর্ণকালীন কর্মী চাকরি হারাবেন। বুধবার অ্যামাজন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে কুইবেকের সাতটি স্থানে তাদের কার্যক্রম ধাপে ধাপে বন্ধ করা হবে। খবর রয়টার্স।
কোম্পানিটি জানিয়েছে, তারা কুইবেকে তৃতীয় পক্ষের ডেলিভারি মডেলে ফিরে যাবে, যা স্থানীয় ছোট ব্যবসার ওপর নির্ভর করবে। ২০২০ সালের আগে এই মডেলেই কাজ করত অ্যামাজন।
অ্যামাজনের মুখপাত্র বারবারা আগ্রেইট বলেছেন, “কুইবেকের কার্যক্রম পর্যালোচনা শেষে দেখা গেছে, তৃতীয় পক্ষের ডেলিভারি মডেলে ফিরে গেলে আমরা আমাদের গ্রাহকদের আরও সাশ্রয়ী সেবা দিতে পারব।”
কুইবেকের মন্ট্রিলের উত্তরের একটি ওয়্যারহাউসের ৩০০ কর্মীকে কানাডার শ্রমিক ইউনিয়ন কনফেডারেশন দে সিন্ডিকেটস ন্যাশনো (সিএসএন) দ্বারা সংগঠিত হয়েছিল। শ্রমিকরা নিম্ন মজুরি এবং অপ্রতুল স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার অভিযোগ জানিয়েছিলেন।
ফেডারেল উদ্ভাবন মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করে বলেন, “কানাডায় ব্যবসা করার নিয়ম এটা নয়।”
সিএসএন সভাপতি ক্যারোলিন সেনভিল বলেছেন, “অ্যামাজনের এই সিদ্ধান্ত সরাসরি আমাদের ইউনিয়নবিরোধী নীতির অংশ।” তিনি আরও জানান, এই পদক্ষেপ কুইবেক শ্রম কোডের বিরোধী এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, প্রায় ২৫০ মৌসুমী কর্মীকেও এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হতে হবে। তবে, অ্যামাজন ক্ষতিগ্রস্ত কর্মীদের ১৪ সপ্তাহ পর্যন্ত বেতন ও পুনর্বাসন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি