ইন্দোনেশিয়ার অ্যান্টিট্রাস্ট সংস্থা গুগলকে ১২.৪ মিলিয়ন ডলার জরিমানা করেছে। মঙ্গলবার গুগলের বিরুদ্ধে গুগল প্লে স্টোরের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অযৌক্তিক ব্যবসায়িক কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। খবর রয়টার্স।
সংস্থাটি ২০২২ সালে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল, গুগল স্থানীয় অ্যাপ ডেভেলপারদের বাধ্য করছিল তাদের গুগল প্লে বিলিং ব্যবহার করতে, যা অন্য পেমেন্ট সিস্টেমের তুলনায় বেশি ফি নেয়। যারা এই পদ্ধতি মানতে অস্বীকৃতি জানাত, তাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হতো।
তদন্তে জানা যায়, গুগল ৩০% পর্যন্ত ফি আদায় করত, যা ডেভেলপারদের আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশটির ২৮ কোটি জনসংখ্যার মধ্যে ৯৩% বাজার দখল করে থাকা গুগলের এই কার্যকলাপ ইন্দোনেশিয়ার একচেটিয়া বিরোধী আইন ভঙ্গ করেছে বলে প্রমাণিত হয়েছে।
গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “আমাদের বর্তমান কার্যক্রম ইন্দোনেশিয়ার অ্যাপ ইকোসিস্টেমে প্রতিযোগিতা বাড়াচ্ছে। আমরা স্থানীয় আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, গুগল সম্প্রতি ডেভেলপারদের জন্য বিকল্প বিলিং পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। তবে এর আগেও গুগল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে একাধিকবার অ্যান্টি-কম্পিটিটিভ কার্যকলাপের জন্য ৮.৩ বিলিয়ন ডলারের বেশি জরিমানা গুনেছে।
ডিবিটেক/বিএমটি