চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আবারও বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছে। এক সময় অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা হুয়াওয়ে ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বড় ধাক্কা খায়। এই নিষেধাজ্ঞার ফলে তারা গুগলের পরিষেবা এবং আধুনিক ৫জি চিপসেট থেকে বঞ্চিত হয়।
নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস নেক্সট তৈরি করে হুয়াওয়ে এখন অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে তাদের নিজস্ব ৫জি সমর্থিত কিরিন ৯০০০এস চিপসেটের ওপর ভিত্তি করে মেট ৬০ সিরিজ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এই চিপসেটটি চীনের এসএমআইসি কোম্পানি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করে। যদিও এটি প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর তুলনায় পিছিয়ে, তবে এটি চীনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নতুন এক প্রতিবেদনে জানা গেছে, হুয়াওয়ে ৬০টি দেশে বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে। মেট এক্স৬-এর মতো ফোল্ডেবল ফোন ইতিমধ্যে দুবাই, কুয়ালালামপুর এবং হংকংয়ের মতো বাজারে প্রদর্শিত হয়েছে।
তবে হুয়াওয়ের বড় বাধা হল অত্যাধুনিক ৩ ন্যানোমিটার চিপ তৈরির জন্য প্রয়োজনীয় ইউভি লিথোগ্রাফি মেশিন না পাওয়া। চীনে এর বিকল্প প্রযুক্তি তৈরি না হওয়া পর্যন্ত হুয়াওয়ের ডিভাইস কর্মক্ষমতা ও শক্তি সাশ্রয়ে পিছিয়ে থাকবে। তবুও, নিজস্ব ইকোসিস্টেম ও উদ্ভাবনী শক্তি দিয়ে হুয়াওয়ে বৈশ্বিক বাজারে তাদের হারানো অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি