অ্যামাজন যুক্তরাষ্ট্রে তাদের ড্রোন ডেলিভারির পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওরেগনের পেন্ডলটনে দুটি ড্রোন দুর্ঘটনার শিকার হয়। এরই পরিপ্রেক্ষিতে ই-কমার্স জায়ান্টটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর টেকক্রাঞ্চ।
ব্লুমবার্গ জানায়, ডিসেম্বর মাসে বৃষ্টির মধ্যে অ্যামাজনের দুটি ড্রোন পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় দুর্ঘটনায় পতিত হয়। এর আগে সেপ্টেম্বরে পরীক্ষার সময় একাধিক প্রপেলারের ব্যর্থতা পর্যালোচনা করতে গিয়ে অপারেটররা ভুলবশত একই সময়ে দুটি ড্রোন উড্ডয়ন করায় সেগুলো সংঘর্ষে লিপ্ত হয়।
অ্যামাজন জানিয়েছে, তারা সফটওয়্যার আপডেট না হওয়া পর্যন্ত টেক্সাস ও অ্যারিজোনায় তাদের বাণিজ্যিক ড্রোন ডেলিভারি কার্যক্রম স্থগিত রাখবে।
প্রাইম এয়ার প্রকল্প শুরু থেকে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। গুরুত্বপূর্ণ নির্বাহীদের পদত্যাগ এবং পরীক্ষামূলক কার্যক্রমের ব্যর্থতার কারণে এই প্রকল্পে বারবার ধাক্কা এসেছে।
গত এপ্রিলে অ্যামাজন ক্যালিফোর্নিয়ায় ড্রোন ডেলিভারি কার্যক্রম বন্ধ করেছিল। তবে সংস্থাটি বিদেশে ড্রোন ডেলিভারি পরীক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি