বিশ্বখ্যাত চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন তাদের বিনিয়োগ ও ভেঞ্চার ক্যাপিটাল শাখা ইন্টেল ক্যাপিটাল-কে একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইন্টেল জানায়, ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। খবর রয়টার্স।
ইন্টেল জানিয়েছে, নতুন কোম্পানিটি ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা করবে এবং ইন্টেল ক্যাপিটালের বিদ্যমান দল এতে স্থানান্তরিত হবে। ইন্টেল নিজেও একটি প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্ত থাকবে।
ইন্টেলের অন্তর্বর্তীকালীন সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিএফও ডেভিড জিনসনার এক বিবৃতিতে বলেন, “এই উদ্যোগ একটি উইন-উইন পরিস্থিতি সৃষ্টি করবে। এটি নতুন মূলধনের উৎস নিশ্চিত করে ইন্টেল ক্যাপিটালকে তার কার্যক্রম সম্প্রসারণের সুযোগ দেবে এবং উভয় কোম্পানিকেই দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুবিধা প্রদান করবে।”
১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইন্টেল ক্যাপিটাল বর্তমানে ৫ বিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি সিলিকন, ফ্রন্টিয়ার, ডিভাইস এবং ক্লাউডসহ চারটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে বিনিয়োগ করে থাকে।
এদিকে, মঙ্গলবার পরিচয় সুরক্ষার স্টার্টআপ অর্কিড সিকিউরিটি জানায় যে তারা প্রাথমিক বিনিয়োগ রাউন্ডে ৩৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যার নেতৃত্ব দিয়েছে ইন্টেল ক্যাপিটাল এবং টিম৮।
ডিবিটেক/বিএমটি