এ বছরের আসন্ন আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোর ক্যামেরা সেটআপ সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। চীনের ডিজিটাল চ্যাট স্টেশনের এক লিক অনুযায়ী, এই মডেলগুলোর সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেল পর্যন্ত উন্নীত করা হবে। খবর জিএসএম এরিনা।
পেছনে থাকবে তিনটি ক্যামেরা: একটি ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, যা ১/১.৩ ইঞ্চি সেন্সর ব্যবহার করবে, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের তুলনায় নতুন মডেলের মূল ক্যামেরা সেন্সর সামান্য ছোট হবে, তবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি আরও উচ্চ রেজ্যুলিউশনের হবে।
যদিও আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরার ক্ষেত্রে পূর্বসূরিদের তুলনায় খুব বেশি উন্নতি দেখা যাচ্ছে না, তবে অ্যাপল নিশ্চিতভাবেই সেপ্টেম্বরের উন্মোচন অনুষ্ঠানে সামান্যতম পার্থক্যগুলোও প্রচারের মাধ্যমে আকর্ষণীয় করে তুলবে।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানায়, প্রো প্রোটোটাইপগুলোতে পেছনে একটি অনুভূমিক ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যা পূর্বে শোনা গিয়েছিলো। তবে ডিজাইনটি চূড়ান্ত হতে মার্চ পর্যন্ত সময় লাগতে পারে বলে একটি ভিন্ন উইবো ব্যবহারকারীর মন্তব্যে উল্লেখ করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি