উবারের প্রধান নির্বাহী দারা খোশরোশাহী চালকবিহীন যানবাহন প্রযুক্তি স্টার্টআপ অরোরা ইনোভেশনের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি উবারের সিইও হিসেবে তার চলমান দায়িত্বে আরও বেশি মনোযোগ দিতে এবং বাইরের পরিচালনা পর্ষদের কাজ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার এক নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানানো হয়। খবর টেকক্রাঞ্চ।
খোশরোশাহীর পদত্যাগ কার্যকর হয়েছে মঙ্গলবার থেকে। অরোরা জানিয়েছে, তার এই সিদ্ধান্ত কোম্পানির সঙ্গে কোনো মতানৈক্যের কারণে নয়।
উবার এবং অরোরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০২০ সালে উবার তার নিজস্ব চালকবিহীন গাড়ির ইউনিট উবার এটিজি অরোরার কাছে হস্তান্তর করে। ওই সময় উবার এটিজিতে তাদের শেয়ার ছেড়ে দেয় এবং অরোরাতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে, যার ফলে উবার নতুন কোম্পানির ২৬ শতাংশ শেয়ারের মালিক হয়। এই চুক্তির অংশ হিসেবে খোশরোশাহী অরোরার পরিচালনা পর্ষদে যোগ দেন।
উবার ফ্রেইট, যা শিপার এবং ক্যারিয়ারদের সংযোগকারী একটি প্ল্যাটফর্ম, এর মাধ্যমে উবার এবং অরোরার মধ্যে সম্পর্ক বজায় রয়েছে। গত জুনে, উবার এবং অরোরা একটি বহু-বছরের চুক্তি ঘোষণা করে, যার অধীনে অরোরার প্রযুক্তি ব্যবহার করে ট্রাক উবার ফ্রেইট নেটওয়ার্কে যুক্ত হবে।
তবে অরোরার সঙ্গে উবারের সম্পর্ক একচেটিয়া নয়। উবার ওয়াবি নামক আরেকটি চালকবিহীন ট্রাক স্টার্টআপের সঙ্গেও চুক্তি করেছে। ওয়াবির প্রতিষ্ঠাতা রাকেল উর্তাসুন পূর্বে উবার এটিজির চিফ সায়েন্টিস্ট এবং গবেষণা ও উন্নয়ন প্রধান হিসেবে কাজ করেছেন।
খোশরোশাহীর স্থলাভিষিক্ত হিসেবে অরোরার পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন শৈলেন ভাট, যিনি আটকিনসরিয়েলিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার। শৈলেন ভাট এর আগে ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছেন।
খোশরোশাহীর এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন অরোরার জেনারেল কাউন্সেল নোলান শেনাই ৬ জানুয়ারি ২০২৫ থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অরোরার প্রেসিডেন্ট ওসা ফিশার শেনাইয়ের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন যতক্ষণ না তার স্থলাভিষিক্ত চূড়ান্ত হয়।
ডিবিটেক/বিএমটি