রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সরকার এবং শীর্ষ ব্যাংক সবারব্যাংককে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বুধবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের এ নির্দেশনা তিন সপ্তাহ আগে দেওয়া এক ঘোষণার ধারাবাহিকতায় এসেছে, যেখানে তিনি জানান যে রাশিয়া ব্রিকস অংশীদার এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে এআই উন্নয়নে একত্রে কাজ করবে। খবর রয়টার্স।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রযুক্তি অর্জন ব্যাহত হয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো। মাইক্রোচিপ উৎপাদনের প্রধান প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় রপ্তানি বন্ধ করায় এআই প্রযুক্তি উন্নয়নে রাশিয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।
২০২৩ সালে সবারব্যাংকের সিইও জার্মান গ্রেফ স্বীকার করেছিলেন যে গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ), যা এআই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা রাশিয়ার জন্য প্রতিস্থাপন করা কঠিন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়া এখন চীনসহ অন্যান্য অ-পশ্চিমা দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। গত ১১ ডিসেম্বর পুতিন ঘোষণা করেছিলেন যে নতুন এআই অ্যালায়েন্স নেটওয়ার্ক ব্রিকস দেশগুলোর বিশেষজ্ঞদের একত্রিত করবে।
তবে, যুক্তরাজ্যের টরটয়েস মিডিয়ার গ্লোবাল এআই ইনডেক্সে রাশিয়া বর্তমানে ৮৩ দেশের মধ্যে ৩১তম অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ব্রিকসের অন্যান্য সদস্য যেমন ভারত ও ব্রাজিলের তুলনায়ও এআই ক্ষেত্রে রাশিয়া পিছিয়ে রয়েছে।
ডিবিটেক/বিএমটি