ইউটিউব তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন একটি ভাসমান বাটন ‘প্লে সামথিং’ এর পরীক্ষা করছে। এই বাটনটি ক্লিক করলে ইউটিউব আপনার জন্য একটি ভিডিও বাছাই করে চালু করবে। ৯টু৫গুগলের প্রতিবেদনে উঠে এসেছে যে, বাটনটি অ্যাপের নিচের বারের ঠিক উপরে অবস্থান করছে। খবর দ্য ভার্জ।
আগের পরীক্ষামূলক সংস্করণগুলোর মতোই, এই নতুন বাটনটি পোর্ট্রেট-অরিয়েন্টেড ইউটিউব শর্টস প্লেয়ার ব্যবহার করে ভিডিও চালায়, এটি শর্টস হোক বা সাধারণ ইউটিউব ভিডিও। তবে ব্যবহারকারীরা আশা করছেন, ফিচারটি সার্বজনীনভাবে চালু হওয়ার আগে এটি আরও উন্নত হবে।
ইউটিউব এর আগে এই ফিচারের অন্যান্য সংস্করণ যেমন ‘প্লে সামথিং’ ব্যানার এবং একটি সাধারণ বাটন পরীক্ষা করেছিল, যা সাদাকালো ইউটিউব লোগোর মতো দেখাত। উল্লেখ্য, নেটফ্লিক্স ২০২১ সালে ‘প্লে সামথিং’ নামে একটি ফিচার চালু করেছিল, যা পরে ‘সারপ্রাইজ মি’ নামে পরিবর্তন করা হয়। যদিও গত বছর তারা ফিচারটি বন্ধ করে দিয়েছে।
ইউটিউবের নতুন ফিচারটি ব্যবহারকারীদের সহজে ভিডিও বাছাইয়ে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি