বেজেলহীন ফোন এখনও শুধুই কল্পনা। সাম্প্রতিক বছরগুলোতে স্ক্রিনের বেজেল অনেকটাই কমে এলেও সম্পূর্ণ বেজেলহীন ডিজাইনের জন্য অ্যাপল এখনও প্রস্তুত নয়। দীর্ঘদিন ধরে অ্যাপল স্যামসাং ডিসপ্লে এবং এলজি ডিসপ্লের সঙ্গে কাজ করছে এই ধরনের স্ক্রিন তৈরিতে, কিন্তু এটি এখনো উৎপাদনের পর্যায়ে পৌঁছায়নি। খবর জিএসএম এরিনা।
প্রাথমিকভাবে, অ্যাপল ২০২৫ বা ২০২৬ সালে “জিরো-বেজেল” আইফোন উন্মোচনের পরিকল্পনা করেছিলো। তবে কোরিয়ার সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালেও এটি সম্ভব নয়। এর প্রধান কারণ হলো প্রয়োজনীয় প্রযুক্তি এখনও উন্নত হয়নি।
অ্যাপল এমন একটি ডিজাইন চায় যেখানে স্ক্রিনটি সমতল থাকবে কিন্তু কোণের দিকে মাইক্রো কার্ভ আকারে বাঁকানো থাকবে। এটি মূলত অ্যাপল ওয়াচের স্ক্রিন ডিজাইনের মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে স্ক্রিনের বাঁক এমনভাবে করা হবে যাতে প্রান্তে কোন বিকৃতি না হয়।
কিন্তু কোম্পানির এই নির্দিষ্ট ধারণাটি বর্তমানে গণউৎপাদনের জন্য কার্যকর নয়। তাই সম্পূর্ণ বেজেলহীন আইফোনের স্বপ্ন বাস্তবায়িত হতে হয়তো ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ডিবিটেক/বিএমটি