জনপ্রিয় চ্যাটিং অ্যাপ টেলিগ্রাম এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জানিয়েছেন, ২০২৪ সালে টেলিগ্রামের মোট রাজস্ব ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। খবর টেকক্রাঞ্চ।
২০২২ সালে চালু হওয়া প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে টেলিগ্রাম বর্তমানে ১.২ কোটি পেইড ইউজার অর্জন করেছে। দুরভ আরও জানিয়েছেন, বছরের শেষ নাগাদ কোম্পানির হাতে ৫০০ মিলিয়ন ডলারের বেশি নগদ রিজার্ভ রয়েছে, যা তাদের ক্রিপ্টো সম্পদ বাদ দিয়েই অর্জিত।
দুরভ বলেন, টেলিগ্রাম এই শরতে তাদের ঋণের একটি উল্লেখযোগ্য অংশ পরিশোধ করেছে। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, “গত চার বছরে টেলিগ্রাম প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ সংগ্রহ করেছে। তবে আমরা এই শরতে টেলিগ্রাম বন্ডের সুবিধাজনক দামের সুযোগ নিয়ে এর একটি বড় অংশ পরিশোধ করেছি। তবে আমাদের সামনে এখনও অনেক কাজ বাকি।”
এ বছরের শুরুর দিকে ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে দুরভ বলেছিলেন, টেলিগ্রাম ২০২৫ সালে মুনাফার লক্ষ্যে পৌঁছাবে এবং ভবিষ্যতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ৯৫ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে টেলিগ্রাম ব্যবসার জন্য নতুন ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা, চ্যানেলে পেইড কনটেন্টের মাধ্যমে আয় করার সুযোগ এবং একটি মিনি অ্যাপ স্টোর চালু করা।
ডিবিটেক/বিএমটি