দক্ষিণ কোরিয়ার গবেষকরা প্যারাপ্লেজিক ব্যক্তিদের হাঁটতে সহায়তা করতে সক্ষম একটি অত্যাধুনিক রোবট তৈরি করেছেন। ‘ওয়াকঅন স্যুট এফ১’ নামের এই এক্সোস্কেলেটন রোবটটি ব্যবহারকারীর কাছে নিজে থেকেই পৌঁছে তাকে দাঁড়াতে সহায়তা করতে পারে। এটি দিয়ে ব্যবহারকারী হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা এবং বাঁধা অতিক্রম করার মতো কাজ করতে পারবেন। খবর রয়টার্স।
কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) এক্সোস্কেলেটন ল্যাবরেটরির একটি দল এই রোবটটি তৈরি করেছে। গবেষক দলটির একজন সদস্য কিম সুং-হোয়ান, যিনি নিজেই প্যারাপ্লেজিক, রোবটটির কার্যক্ষমতা দেখিয়েছেন। তিনি জানান, রোবটটি তাকে প্রতি ঘণ্টায় ৩.২ কিমি গতিতে হাঁটতে, সিঁড়ি বেয়ে উঠতে এবং পাশের দিকে সরতে সাহায্য করেছে।
রোবটটি অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম দিয়ে তৈরি হওয়ায় এর ওজন মাত্র ৫০ কেজি। এটি ১২টি ইলেকট্রনিক মোটরের মাধ্যমে মানুষের জোড়াগুলোর মতো চলাফেরা করতে সক্ষম। রোবটের তলায় এবং শরীরের ওপরের অংশে সেন্সর রয়েছে, যা প্রতি সেকেন্ডে ১,০০০টি সংকেত বিশ্লেষণ করে ব্যবহারকারীর গতিবিধি অনুমান করে।
কিম সুং-হোয়ান বলেন, “রোবটটি আমার কাছে এসে আমাকে দাঁড়াতে সাহায্য করে। এটি আমার জন্য বিশেষ কিছু”। তিনি আরও জানান, তার ছেলে যেন তাকে হাঁটতে দেখতে পারে এবং তাদের মধ্যে অভিজ্ঞতার ভাগাভাগি হতে পারে- এটাই ছিল তার অনুপ্রেরণা।
গবেষক পার্ক জিয়ং-সু জানান, “আয়রন ম্যান সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে বাস্তবে মানুষের সাহায্যে এমন একটি রোবট তৈরি করার স্বপ্ন দেখেছিলাম”। রোবটের লেন্সগুলো চোখের মতো কাজ করে, যা চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে সিঁড়ির উচ্চতা এবং বাধা শনাক্ত করতে পারে।
২০২৪ সালের সাইবাথলনে কিম এই রোবট ব্যবহার করে স্বর্ণপদক জিতেছেন। সেখানে প্যারাপ্লেজিকদের জন্য সহায়ক রোবট নিয়ে প্রতিযোগিতা হয়েছিল।
ডিবিটেক/বিএমটি