চলতি বছর মোট ২.২ বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে, যার মধ্যে উত্তর কোরিয়ার হ্যাকাররা একাই ১.৩ বিলিয়ন ডলার চুরি করেছে। গবেষণা প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা এই বছর গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ক্রিপ্টো চুরি করেছে। এছাড়া, কিছু চুরির ঘটনা উত্তর কোরিয়ার হ্যাকারদের দ্বারা পরিচালিত, যারা দূরবর্তী আইটি কর্মী সেজে বিভিন্ন ক্রিপ্টো এবং প্রযুক্তি কোম্পানিতে প্রবেশ করেছে।
চলতি বছর বিটকয়েনের দাম দ্বিগুণ বেড়েছে। তবে ক্রিপ্টোকারেন্সি চুরির পরিমাণ ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি পেলেও এটি ২০২১ এবং ২০২২ সালের তুলনায় কম।
চেইনঅ্যানালাইসিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চুরির প্রধান কারণগুলোর মধ্যে একটি হল ব্যক্তিগত কী (প্রাইভেট কী) হাতিয়ে নেওয়া। এসব কী ব্যবহারকারীর ডিজিটাল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রদান করে।
এই বছর জাপানের ক্রিপ্টো এক্সচেঞ্জ ডিএমএম বিটকয়েন থেকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার এবং ভারতের ওয়াজিরএক্স থেকে প্রায় ২৩৫ মিলিয়ন ডলার চুরি হয়েছে।
মার্কিন সরকার বলছে, উত্তর কোরিয়ার সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং অস্ত্র কর্মসূচি অর্থায়নে এই ধরনের সাইবার অপরাধ চালায়।
সম্প্রতি সেন্ট লুইসের একটি ফেডারেল আদালত উত্তর কোরিয়ার ১৪ জন নাগরিকের বিরুদ্ধে মার্কিন কোম্পানিগুলো থেকে তহবিল আদায়ের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই স্কিম সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে।
ডিবিটেক/বিএমটি