ইতালির ডেটা সুরক্ষা সংস্থা ওপেনএআই-কে ১৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৫.৫৮ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের অভিযোগে এক তদন্ত সম্পন্ন হওয়ার পর এ জরিমানা ঘোষণা করা হয়। খবর রয়টার্স।
ডেটা রেগুলেটর জানায়, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে অ্যাপ্লিকেশনটি প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি না থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীদের প্রতি তথ্যের স্বচ্ছতা এবং প্রাসঙ্গিক তথ্য প্রদানের ক্ষেত্রে ওপেনএআই ব্যর্থ হয়েছে।
অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে শুরু হওয়া তদন্তে আরও জানা গেছে, ওপেনএআই-এর বয়স যাচাই ব্যবস্থাও যথেষ্ট কার্যকর ছিল না। এতে ১৩ বছরের কম বয়সী শিশুরা উপযুক্ত নয় এমন কনটেন্টের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে ছিল।
ওপেনএআই জরিমানাকে ‘অতিরঞ্জিত’ হিসেবে বর্ণনা করে বলেছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, “এই জরিমানার পরিমাণ ইতালিতে আমাদের আয় থেকে প্রায় ২০ গুণ বেশি। এটি ইতালির এআই উন্নয়নের প্রচেষ্টার জন্য বাধা সৃষ্টি করছে”।
ইতালির নিয়ন্তক সংস্থা গারান্তে ওপেনএআই-কে আগামী ছয় মাসে গণমাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনার নির্দেশ দিয়েছে। এতে চ্যাটজিপিটি কীভাবে কাজ করে এবং কীভাবে এটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে- সেসব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর)-এর আওতায় যে কোনো প্রতিষ্ঠান আইনি নিয়ম ভঙ্গ করলে ২০ মিলিয়ন ইউরো বা বৈশ্বিক টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে।
ডিবিটেক/বিএমটি