ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নিষ্ক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির কর্তৃপক্ষ দুটি ডিভাইস জব্দ করার পর এই প্রথমবার তিনি এ বিষয়ে মন্তব্য করলেন। ডিভাইসগুলোর মধ্যে একটি সশস্ত্র সংঘাতপূর্ণ অঞ্চলে এবং অন্যটি মাদক পাচারের সময় জব্দ করা হয়। খবর রয়টার্স।
স্টারলিংক বর্তমানে ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের অনুমোদন পেতে কাজ করছে এবং এরই অংশ হিসেবে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগ নিরসনের চেষ্টা করছে।
ইলন মাস্ক গত মঙ্গলবার রাতে এক্সে লিখেছেন, “ভারতে স্টারলিংক স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে এবং আসলে এটি কখনো চালু ছিল না”।
তার এই মন্তব্য আসে মণিপুর রাজ্যে ১৩ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর একটি অভিযানের প্রসঙ্গে। পোস্টে জব্দকৃত অস্ত্রসহ স্টারলিংক লোগোযুক্ত একটি স্যাটেলাইট ডিশ ও রিসিভারের ছবি অন্তর্ভুক্ত ছিলো।
অভিযানের সঙ্গে যুক্ত দুই সামরিক কর্মকর্তা জানান, স্টারলিংক লোগোযুক্ত ডিভাইসটি একটি বিদ্রোহী গোষ্ঠী ব্যবহার করছিলো। তারা আরও জানান, এই ডিভাইসটি সম্ভবত প্রতিবেশী গৃহযুদ্ধপূর্ণ মিয়ানমারের পোরাস সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিলো। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর স্টারলিংক ডিভাইস ব্যবহারের খবর ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও স্টারলিংক সেখানে আনুষ্ঠানিকভাবে কাজ করে না।
এ মাসের শুরুর দিকে, ভারতীয় পুলিশ সমুদ্রে মাদক পাচারের সময় ৪.২ বিলিয়ন ডলারের মেথামফেটামিন জব্দ করে এবং সেখানে পাওয়া একটি স্টারলিংক ডিভাইসের ক্রয় তথ্য চেয়ে আইনি নোটিশ পাঠায়। পুলিশের ধারণা, পাচারকারীরা নেভিগেশনের জন্য ইন্টারনেট ডিভাইসটি ব্যবহার করছিলো।
ডিবিটেক/বিএমটি