তুরস্কের প্রতিযোগিতা কমিশন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে ২.৬১ বিলিয়ন লিরা (৭৫ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
তুরস্কের নিয়ন্ত্রক সংস্থা জানায়, গুগল বিজ্ঞাপন সার্ভার পরিষেবার বাজারে তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে নিজের সাপ্লাই-সাইড প্ল্যাটফর্ম (এসএসপি) পরিষেবাকে প্রতিদ্বন্দ্বী পরিষেবাগুলোর তুলনায় বেশি সুবিধা দিয়েছে। এতে গুগলের প্রতিযোগীদের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।
গুগলকে ছয় মাসের মধ্যে নিশ্চিত করতে হবে যে, প্রতিযোগীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং তৃতীয় পক্ষের এসএসপিগুলোকে তার নিজস্ব পরিষেবাগুলোর মতো একই শর্তে সুযোগ প্রদান করতে হবে।
গুগল এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
তুরস্কের এই পদক্ষেপ প্রযুক্তি জায়ান্টদের বাজারে তাদের প্রভাব নিয়ন্ত্রণে আনার একটি বড় উদাহরণ।
ডিবিটেক/বিএমটি