প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০২৫ সালে তাদের স্মার্টওয়াচে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে এবং ডিভাইসটির জন্য রক্তচাপ পরিমাপ ফিচারের উন্নয়নে কাজ বাড়াচ্ছে বলে ব্লুমবার্গ নিউজ মঙ্গলবার জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী বছরের সংস্করণে অ্যাপলের অ্যাপল ওয়াচ আলট্রায় স্যাটেলাইট ফিচারটি যুক্ত হতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সেলুলার বা ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবেন।
অ্যাপল ২০২২ সালে তাদের আইফোনের জন্য স্যাটেলাইট যোগাযোগ সেবা চালু করে। গত নভেম্বরে, এই প্রযুক্তি সেবার সম্প্রসারণের জন্য স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টারে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে রক্তচাপ পরিমাপ করার ফিচারটি আসতে পারে।
অ্যাপল তাদের পণ্যে আরও স্বাস্থ্যকেন্দ্রিক ফিচার যোগ করার দিকে মনোযোগ দিচ্ছে। গত সেপ্টেম্বরে কোম্পানিটি নতুন স্মার্টওয়াচ উন্মোচন করে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন স্লিপ অ্যাপনিয়া শনাক্ত করতে এবং জরুরি অবস্থায় সাড়া দিতে সক্ষম।
তবে অ্যাপলের পক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ডিবিটেক/বিএমটি