অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা হয় সেজন্য বিচারকের কাছে আবেদন করবে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। সোমবার ব্লুমবার্গ নিউজ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
গত আগস্ট মাসে একটি মামলার রায়ে বিচারক ঘোষণা করেছিলেন যে, গুগল অবৈধভাবে সার্চ মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। এরপর, ডিওজে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেম সম্পর্কিত পদক্ষেপ নিতেও আদালতের কাছে আবেদন জানাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
গুগলের ক্রোম ব্রাউজার, যা সাধারণত গুগল সার্চ ব্যবহার করে, ব্যবহারকারীদের ইন্টারনেট দেখার অভিজ্ঞতা এবং বিজ্ঞাপনের ধরণ নিয়ন্ত্রণ করে। এই ব্রাউজার গুগলের বিজ্ঞাপন ব্যবসায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এবং এর মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাউজার মার্কেট দখল করে রেখেছে।
ডিওজে এবং গুগলের প্রতিক্রিয়া
বিচার বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। অন্যদিকে, গুগলের নিয়ন্ত্রক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, “ডিওজে এমন একটি র্যাডিকাল এজেন্ডা সামনে আনছে যা এই মামলার আইনি বিষয়গুলোর অনেক বাইরে এবং এর ফলে ভোক্তাদের ক্ষতি হবে”।
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ
বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ বিগ টেকের বিরুদ্ধে এক অন্যতম আগ্রাসী প্রচেষ্টা। তবে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় এই মামলার ওপর তার প্রভাব পড়তে পারে।
গুগল দাবি করেছে, তাদের সার্চ ইঞ্জিন গুণমানের জন্য জনপ্রিয় হয়েছে এবং বড় প্রতিযোগীদের মুখোমুখি হচ্ছে।
ডিবিটেক/বিএমটি