অ্যাপলের জনপ্রিয় ট্র্যাকার ডিভাইস এয়ারট্যাগের নতুন সংস্করণ ২০২৫ সালে বাজারে আসতে যাচ্ছে। নতুন এই এয়ারট্যাগে থাকছে উন্নত প্রাইভেসি ও ট্যাম্পার-প্রুফ ফিচার, যা ডিভাইসটি আরও নিরাপদ করবে। খবর এনগ্যাজেট।
মার্ক গ্যুরম্যান তার পাওয়ার অন নিউজলেটার-এ জানিয়েছেন, দ্বিতীয় প্রজন্মের এয়ারট্যাগের স্পিকার সরানো আরও কঠিন হবে। এটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে কেউ সহজে স্পিকার খুলে ফেলতে না পারে। বর্তমান এয়ারট্যাগে অজানা এয়ারট্যাগ কাছাকাছি থাকলে তা সাউন্ড এলার্ট দেয়। তবে সহজেই স্পিকার খুলে ফেলা সম্ভব হওয়ায় এই ফিচার অনেক সময় কার্যকর থাকে না।
নতুন এয়ারট্যাগে উন্নত প্রাইভেসি ফিচার ছাড়াও থাকবে উন্নত রেঞ্জ এবং উন্নত ওয়্যারলেস চিপ। তবে ডিজাইনের দিক থেকে এটি বর্তমান মডেলের মতোই হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এয়ারট্যাগ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের অনেক সুবিধা হলেও এর ভুল ব্যবহারের কারণে স্টকিংয়ের মতো সমস্যার অভিযোগ উঠেছে। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই অ্যাপল নতুন এয়ারট্যাগে আরও উন্নত প্রাইভেসি ফিচার যোগ করছে।
ডিবিটেক/বিএমটি