তুরস্কের ব্যক্তিগত তথ্য সুরক্ষা বোর্ড (কেভিকেকে) অ্যামাজনের মালিকানাধীন গেমিং প্ল্যাটফর্ম টুইচকে একটি ডেটা ফাঁসের ঘটনায় ২০ লাখ তুর্কি লিরা (প্রায় ৫৮ হাজার ডলার) জরিমানা করেছে। শনিবার সরকারি আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কেভিকেকে জানায়, ১২৫ জিবি ডেটা ফাঁসের পর তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে যে, টুইচ আগে থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়নি এবং ঘটনার পরেই কেবল ব্যবস্থা নিয়েছে। এছাড়া, ঝুঁকি এবং হুমকি মূল্যায়নে টুইচের ব্যর্থতা ছিল।
ডেটা ফাঁসে তুরস্কের মোট ৩৫ হাজার ২৭৪ জনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে। এই কারণে কেভিকেকে টুইচকে ১৭ লাখ ৫০ হাজার লিরা নিরাপত্তা ঘাটতির জন্য এবং আড়াই লাখ লিরা ডেটা ফাঁসের ঘটনা সময়মতো রিপোর্ট না করার জন্য জরিমানা করেছে।
এ বিষয়ে টুইচের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি