বাংলাদেশি ক্রেতাদের জন্য ১১/১১ ক্যাম্পেইনে দারাজে পাওয়া যাবে ১ টাকায় গাড়ি ও মোটরসাইকেল। বাংলাদেশে দ্বিতীয়বারের মতন ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’ তে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহায়তায় এ সুযোগ দিবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দারাজ। আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা।
ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।
দারাজ জানায়, ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১-১১ নামের একটি ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি চার দেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি দারাজকে কিনে নেয়ায় প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এ উপলক্ষে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন, ইলেভেন ইলেভেন-এর অভিজ্ঞতাটি যেন ক্রেতাদের জন্য আরামদায়ক হয় সেই কথা চিন্তা করেই আমরা বিপুল পরিমাণ জনশক্তি নিয়োগ করছি। আমরা আশা করছি, এ বছরের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটি আমাদের কাস্টমারদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’