এখন থেকে সিগন্যাল অ্যাপে গ্রুপ কলের জন্য নতুন করে গ্রুপ চ্যাট খোলার প্রয়োজন নেই। ব্যবহারকারীরা এজন্য শেয়ারযোগ্য (শেয়ারেবল) লিংক তৈরি করতে পারবেন। এছাড়া একাধিক নতুন ফিচার উন্মোচন করেছে জনপ্রিয় ও নিরাপদ ইনস্ট্যান্ট মেসেজিং সেবার প্ল্যাটফর্মটি। খবর ফোনএরিনা।
খবরে বলা হয়, শেয়ারেবল লিংক তৈরির পাশাপাশি নতুন আপডেটে অন্যান্য ভিডিও কনফারেন্স সেবার মতো হাত উঠানো, ইমোজির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করার সুবিধাও আনা হয়েছে। এসব ফিচারের মাধ্যমে ভিডিও কনভারসেশন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে সিগন্যাল।
শেয়ার করা লিংকের মাধ্যমে যে কেউ গ্রুপ কলে যুক্ত হতে পারবে। ফিচারটি ইতিমধ্যে আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপে চালু করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নিরাপদ চ্যাট অ্যাপ সিনগ্যাল। অধিকাংশ জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো এনক্রিপ্টেড ও নিরাপদ মেসেজিং সেবা দিলেও সিগন্যালকে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। এতে বেশকিছু দারুন ফিচারও রয়েছে, যেমন- স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে যাওয়া, মেসেজ এডিটিং, চ্যাট ব্যাকআপ, গ্রুপ চ্যাট, ফোন নাম্বারের পরিবর্তে ইউজারনেম আইডেন্টিফিকেশন ইত্যাদি।
ডিবিটেক/বিএমটি