চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চীনের অটোমোবাইল খাতের উৎপাদন এবং বিক্রির পরিমাণ যথাক্রমে ২৪.৪৪৬ মিলিয়ন এবং ২৪.৬২৪ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১.৯ এবং ২.৭ শতাংশ বেশি। খবর চায়না রেডিও ইন্টারন্যাশনাল।
খবরে বলা হয়, অটোমোবাইল উৎপাদন এবং বিক্রি বছরের পর বছর বৃদ্ধি বজায় রেখেছে। চীনের মোটরগাড়ি নির্মাতা সংস্থা থেকে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির উপ-সচিব ছেন শি হুয়া বলেন, ‘অক্টোবরে পুরাতন দিয়ে নতুন কেনার নীতিতে মোটরগাড়ির জন্য খরচ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় অটো শো এবং প্রচারমূলক কার্যক্রম পুরোদমে চলছে।
ডিবিটেক/বিএমটি