সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে বেড়েই চলেছে বিটকয়েনের দাম। প্রতি দিনই দামে নতুন নতুন রেকর্ড ভাঙছে। মঙ্গলবার বিটকয়েনের দাম ৯০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মঙ্গলবার ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। গত ৫ নভেম্বর নির্বাচনের দিন থেকে এই মুদ্রাটির মূল্য ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টোবান্ধব নীতির দিকে ঝুঁকবে। সম্প্রতি ট্রাম্প নিজেকে ক্রিপ্টো সমর্থক হিসেবেও ঘোষণা দিয়েছিলেন।
ডিবিটেক/বিএমটি