এআই কোম্পানি ওপেনএআইয়ের প্রধান সুরক্ষাবিষয়ক গবেষক লিলিয়ান ওয়েং কোম্পানিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার এক্সে দেয়া পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, লিলিয়ান আগস্ট থেকে গবেষণা ও সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ওয়েং ওপেনএআইয়ের সেফটি সিস্টেম টিমের প্রধান ছিলেন।
লিলিয়ান ওয়েং বলেন, ‘ওপেনএআইয়ে সাত বছর কাজ করার পর আমি এখন বিশ্রাম নিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে প্রস্তুত।’ তিনি ১৫ নভেম্বর পর্যন্ত কোম্পানিতে আছেন, তবে এরপর কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করেননি।
তিনি ২০১৮ সালে ওপেনএআইয়ে যোগ দেন। রুবিকস কিউব সমাধান করতে সক্ষম এমন একটি রোবট হাত তৈরির টিমে কাজ করেছিলেন ওয়েং।
ডিবিটেক/বিএমটি