গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে প্রায় আড়াই লাখ ডিপফেক কনটেন্ট তৈরির রিকোয়েস্ট বাতিল করেছে চ্যাটজিপিটি। খবর এনগ্যাজেট।
এক প্রতিবেদনে চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, জেমস ডেভিড ভান্স এবং গভর্নর ওয়ালজ-এর ভুয়া ছবি
বা ডিপফেক তৈরির জন্য চ্যাটজিপিটিতে অনুরোধ করা হয়। তবে এসব অনুরোধ বাতিল করে চ্যাটজিপিটি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগে থেকেই ওপেনএআই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিলো। এপর ফলে মানুষের বিশেষ করে রাজনীতিবিদদের ছবি তৈরিতে অনুরোধ বাতিল করে দেয় চ্যাটজিপিটি।
মূলত নির্বাচনে যাতে মিথ্যা তথ্য না ছড়ায় সেই লক্ষ্যকে সামনে রেখে কৌশল নেয় ওপেনএআই। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, চ্যাটজিপিটি তাদের উত্তরগুলোতে ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’ প্রকাশ করেনি বা ভোট দেওয়ার জন্য কোনো প্রার্থীকে সুপারিশ করেনি। এমনকি নির্বাচনের ফলাফল সম্পর্কিত তথ্যও প্রকাশ করেনি জনপ্রিয় এআই ইঞ্জিনটি।
ডিবিটেক/বিএমটি