প্রথমবারের মতো ত্রৈমাসিক আয়ে বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের আরেকটি ইভি নির্মাতা বিওয়াইডি। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করেছে বিওয়াইডি। খবর বিবিসি।
খবরে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের বিওয়াইডি ২৮.২ বিলিয়ন ডলার আয় করেছে। অপরদিকে টেসলা আয় করেছে ২৫.১৮ বিলিয়ন ডলার। যদিও বিওয়াইডির চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছিলো টেসলা।
এক বছরের ব্যবধানে বিওয়াইডির আয় বেড়েছে ২৪ শতাংশ ও নিট মুনাফা বেড়েছে ১১.৫ শতাংশ।
মূলত চীনা সরকার ইভি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে। গত সপ্তাহেও পুরনো গাড়ি বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে সরকারি ভর্তুকি নিতে ১৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আর একারণে বিওয়াইডির বাজার বেড়েছে।
ডিবিটেক/বিএমটি