মার্কিন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার কোম্পানি অল্টএয়ার ইঞ্জিনিয়ারিংকে ১০.৬ বিলিয়ন ডলার বিনিময়ে কিনছে সিমেন্স। দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার বাজারে নিজেদের অবস্থান জোরালো করতে এই উদ্যোগ নিয়েছে জার্মান কোম্পানি সিমেন্স। খবর রয়টার্স।
মিশিগানভিত্তিক অল্টএয়ার কেনার চুক্তিটি হবে ২০২০ সালের পর সিমেন্সের সবচেয়ে অধিগ্রহণ। এর আগে ২০২০ সালে সিমেন্স হেলকেয়ার ১৬.৪ বিলিয়ন ডলারে মেডিকেল ডিভাইস নির্মাতা ভারিয়ান মেডিকেল সিস্টেমস কিনেছিলো।
অল্টএয়ারের তৈরি সিমুলেশন সফটওয়্যার একটি পণ্য বাস্তবিক জগতে কীভাবে কাজ করতে সেটি বুঝতে সাহায্য করে। এটি বাস্তবিক ও ডিজিটাল ওয়ার্ল্ডে সিমেন্সের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহারের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ন।
ডিবিটেক/বিএমটি