যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসায় পরিচালনা নিয়ে এখনও বেকায়দায় প্ল্যাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। মার্কিন কংগ্রেসে পাস করা এক বিলে প্ল্যাটফর্মটির যুক্তরাষ্ট্র ব্যবসা বিক্রির নির্দেশনা দেয়া হয়। তবে এখনও সেটি বাতিলে আইনী লড়াই চালিয়ে যাচ্ছে বাইটড্যান্স।
এরই মধ্যে টিকটক কিনতে আগ্রহের কথা জানিয়েছে মার্কিন ধনকুবের ফ্রাঙ্ক ম্যাককোর্ট। সম্প্রতি এক পডকাস্টে নানা বিষয়ে কথা বলার পাশাপাশি টিকটক কেনার বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।
তবে বাইড্যান্স বলছে, টিকটক বিক্রির জন্য নয়। টিকটকের বিষয়ে পাশ করা আইন বাতিলে আদালতে চেষ্টা চলমান রয়েছে।
এদিকে মার্কিন সরকারের ক্রমাগত তদন্তের কারণে এরইমধ্যে টিকটকের চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের উপর প্ল্যাটফর্মটি বিক্রির চাপ বাড়ছে।
আইনের আওতায়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। এজন্য ২৭০ দিন বা ৯ মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি