চীনভিত্তিক চিপ ডিজাইনার কোম্পানি শফগোর কাছে চিপ সরবরাহ বাতিল করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত হুয়াওয়ের এআই প্রসেসরে তাদের তৈরি চিপ পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। বিষয়টির সাথে সম্পর্কিত দুইটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, শফগো টিএসএমসির কাছে চিপ কার্যাদেশ দিয়েছিলো, যার একটি হুয়াওয়ের অ্যাসসেন্ড ৯১০বি এর সাথে মিলে যায়। জাতীয় নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে হুয়াওয়ে যাতে কোনো প্রযুক্তি কিনতে না পারে সেই নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।
তবে টিএসএমসির চিপ কীভাবে হুয়াওয়ের পণ্যে গেলো সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে শফগো জানিয়েছে, তারা সকল আইন মেনে চলে এবং হুয়াওয়ের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্কে জড়িত নেই।
ক্রিপ্টোকারেন্সি মাইনিং যন্ত্রাংশ কোম্পানি বিটমেইনের সাথে সম্পর্কিত শফগো ইতিমধ্যে তাদের বিস্তারিত তদন্ত রিপোর্ট টিএসএমসির কাছে হস্তান্তর করেছে, যার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে হুয়াওয়ের সাথে কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে টিএসএমসি কিংবা হুয়াওয়ের কাছ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
ডিবিটেক/বিএমটি