চলতি সপ্তাহে বেইজিংয়ে সফরের সময় চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জিন ঝুয়াংলং সাথে সাক্ষাত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
সফরের সময় জিন কুককে বলেন, তিনি প্রত্যাশা করেন অ্যাপল চীনে তাদের অবস্থানকে আরও দৃড় করবে। পাশাপাশি উদ্ভাবনের বিনিয়োগ বৃদ্ধি, চীনা কোম্পানির সাথে প্রবৃদ্ধি এবং উচ্চমানের উন্নয়নে ভাগাভাগি করে কাজ করবে।
চলতি বছরে দ্বিতীয়বারের মতো চীন সফর করলেন টিম কুক। বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারে স্থানীয় কোম্পানিগুলোর বিপরীতে অ্যাপলের শেয়ার কমে যাওয়ায় প্রযুক্তি জায়ান্টটি চীনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি