কলার সনাক্তকরণ সেবা ট্রুকলার বিকল্প আনছে অ্যাপল। অ্যাপল বিজনেস কানেক্ট প্রোগ্রামের অংশ হিসেবে নতুন এই ফিচারটিসহ বেশ কিছু নতুন টুল যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের জন্য এসব টুল বেশ সহায়ক হবে।
আগামী বছর এ পরিষেবাটি উন্মোচন করা হবে বলে জানা গেছে। এটি চালুর পর যেকোনো আকারের কোম্পানি তাদের নাম, লোগো ও বিভাগের তথ্য রেজিস্টার করতে পারবে। গ্রাহকরা যোগাযোগের সময় এসব তথ্য দেখতে পারবে। ফোনকলের সময় বিজনেস ও স্প্যাম শনাক্তে এটি সহায়তা করবে।
বিজনেস কলার আইডির পাশাপাশি এ প্রোগ্রামের মাধ্যমে ইমেইল ও ফোন অ্যাপে ব্র্যান্ড ইনফো যুক্ত করার সুবিধাও পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি